প্রকাশ: রোববার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০২ অপরাহ্ন
লিওনেল মেসির যুক্তরাষ্ট্রে আসার পর থেকে আমেরিকান ফুটবল এক নতুন দিগন্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তার সাবেক সতীর্থ জেরার্ড পিকে। মেসির স্পর্শে ইন্টার মিয়ামি ইতোমধ্যেই তাদের প্রথম শিরোপা জিতেছে এবং নতুন মৌসুমের শুরুতেও জয়ের দেখা পেয়েছে।
ইএসপিএন ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেন, ‘আমি মেসিকে খুশি দেখছি। সে তার সমস্ত স্বপ্ন পূরণ করেছে। বিশ্বকাপ ছিল সবকিছুর উপরে। আমি মনে করি মিয়ামিতে যোগ দেওয়ার পর সে ফুটবলকে প্রসারিত করছে।‘
মেসি ২০২৩ সালের মাঝামাঝিতে ইউরোপের ফুটবল ছেড়ে মিয়ামিতে যোগ দেন। তার আসার পর থেকে মিয়ামি ক্লাব ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি বেড়েছে।
পিকে আরও বলেন, ‘ফুটবলের সঙ্গে যুক্ত থাকা অনেকেই চেয়েছিল মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হোক। বিশেষ করে তাদের কারণে যারা মেসির ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করেছিল, এবং বলেছিল যে সে বিশ্বকাপ জিততে পারেনি। আমি মনে করি এখন আর কোন সন্দেহ নেই যে সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।‘
মেসির আসার পর থেকে মিয়ামি ক্লাব লুইস সুয়ারেজ, জর্দি আলবা এবং সার্জিও বুসকেতসের মতো তারকা খেলোয়াড়দেরও দলে ভিড়িয়েছে। গুঞ্জন রয়েছে যে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও শীঘ্রই মিয়ামিতে যোগ দিতে পারেন।