বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন    জিয়াকে নিয়ে মন্তব্যের জের বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা    ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা: তথ্য উপদেষ্টা    আল-কোরআনের বয়ানে ফিলিস্তিন    চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের : সম্প্রীতির ডাক    কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৮৮   
শিরোপা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে চান মিকেল আর্তেতা
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগে আগামীকাল শনিবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে হেরেছিলো আর্সেনাল।

পোর্তোর মাঠে শেষ সময়ে গোল হজম করে হার, এই যন্ত্রণার উপশম জয় দিয়েই করতে চান মিকেল আর্তেতা। তেতে থাকা দলকে শিরোপা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে দেখতে চান আর্সেনাল কোচ। 

চলতি বছর দারুণ সময় কাটছে আর্সেনালের। তাদেরকে বড় একটা ধাক্কাই দিয়েছে পর্তুগালের ক্লাব পোর্তো। আর্তেতা আত্মবিশ্বাসী, ঘরের মাঠে ফিরতি লেগে সমীকরণ নিজেদের পক্ষে নিয়ে আসতে পারবেন তারা। একই সঙ্গে প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়েও নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চান তিনি।

“আরেকটা প্রতিযোগিতায় যা ঘটেছে, সেটা সেখানেই বিবেচ্য। তবে হারের পর যে অনুভূতি, তা তো অস্বীকার করা যাবে না। আরও ভালো হতে আমাদের সেটাকেই প্রবলভাবে ব্যবহার করতে হবে।”  

নিউক্যাসলের বিপক্ষে সবশেষ দেখায় ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। ম্যাচ শেষে রেফারির তীব্র সমালোচনা করেছিলেন আর্তেতা। সেই লড়াইয়ের পর চোটের জন্য বেশ ভুগছে নিউক্যাসল। তবে এখনও তাদেরকে বড় হুমকি হিসেবেই দেখেন আর্তেতা। 

“তাদের দলের মনোবল দারুণ। ওদের হারানো কেবল আমাদের জন্য নয়, আরও অনেক দলের জন্য খুব কঠিন।” 

২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তিনে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে নিউক্যাসল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft