প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা মাদক মামলা বাতিলের আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার বিরুদ্ধে মাদক মামলার বিচার চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে মদ রাখার কারণে নয়।
(২২ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আইনজীবীরা জানিয়েছেন, পরীমণির মদপানের লাইসেন্স থাকায় মামলা থেকে মদের অংশ বাদ যাবে। আইস ও এলএসডির বিষয়ে নিম্ন আদালত সিদ্ধান্ত নেবে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেওয়ার জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
২০২১ সালের ৪ অক্টোবর সিআইডি পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
সেসময় এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি পরীমণি। তাকে ২০১৯-২০ অর্থ বছরে মাদক সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। ২০২১ সালের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমণিকে এসব মাদক সংগ্রহে সাহায্য করতেন মামলার অন্য দুই আসামী।