বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
যে কারণে মাদক মামলায় বিচার হবে পরীমণির
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা মাদক মামলা বাতিলের আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার বিরুদ্ধে মাদক মামলার বিচার চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে মদ রাখার কারণে নয়।
(২২ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আইনজীবীরা জানিয়েছেন, পরীমণির মদপানের লাইসেন্স থাকায় মামলা থেকে মদের অংশ বাদ যাবে। আইস ও এলএসডির বিষয়ে নিম্ন আদালত সিদ্ধান্ত নেবে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেওয়ার জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

২০২১ সালের ৪ অক্টোবর সিআইডি পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। 

সেসময় এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি পরীমণি। তাকে ২০১৯-২০ অর্থ বছরে মাদক সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। ২০২১ সালের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমণিকে এসব মাদক সংগ্রহে সাহায্য করতেন মামলার অন্য দুই আসামী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft