শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১১ অপরাহ্ন

আজ বুধবার ওয়েলিংটনে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২১৫ রান করে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫.২ ওভারেই ৬১ রান তোলে স্বাগতিকরা। ১৭ বলে ৩১ রান করে ফিন অ্যালেন আউট হয়ে গেলে দ্বিতীয় উইকেটের জুটিতে ঝড় তোলেন ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রা। ৬৪ বলে ১১৩ রান তোলেন এই দুই ব্যাটার। দুইজনেই হাঁকান দুর্দান্ত ফিফটি।

৪৬ বলে ৬৩ রান (৫ ছক্কা আর ২ বাউন্ডারিতে) করেন কনওয়ে। মিচেল স্টার্কের বলে মিচেল মার্শের হাতে ক্যাচ হন তিনি। প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে স্টার্কের তৃতীয় শিকার হওয়ার আগে রাবিন্দ্রা খেলেন ৩৫ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস। এছাড়া অপরাজিত থাকা গ্লেন ফিলিপস ১০ বলে ১৯ ও মার্ক চ্যাপম্যান ১৩ বলে ১৮ রান করেন। ফলে ৩ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২১৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে তিনটি মাঝারি ধরনের জুটিতে দ্রতগতিতে রান তুলে এগুতে থাকে অস্ট্রেলিয়া। প্রথম জুটিতে ২০ বলে ২৯ রান করে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। হেড ১৫ বলে ২৪ রান করে আউট হয়ে গেলে দলকে এগিয়ে নেন ওয়ার্নার ও মিচেল মার্শ। ওয়ার্নার ২০ বলে ৩২ রান করে আউট হয়ে গেলে মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের দিকে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪৪ বলে ৭২ রান করে (২ চার ৬ ছক্কা) ম্যাচসেরা হন মার্শ। এছড়া গ্লেন ম্যাক্সওয়েল ১১ বলে ২৫, জস ইংলিস ২০ বলে ২০ ও ১০ বলে ৩১ রান করে ডেভিড। এতেই লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।

এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft