মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ফোনের ডিসপ্লেত W আঁকলে চালু হবে হোয়াটসঅ্যাপ
প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

অ্যানড্রয়েড ফোনের এমন কিছু অজানা ট্রিক্স আছে যা অনেকেরই জানা নেই। আজ জানুন হোয়াটসঅ্যাপের একটি ট্রিক্স। আপনি কখনো ফোনের স্ক্রিনে W লিখে দেখেছেন? এই ধরুন, যতবার কোনও অ্যাপ খোলেন, আপনাকে সেই অ্যাপের আইকন খুঁজে বের করতে হয়। 

তারপরে সেই অ্যাপ খুলতে পারেন। কিন্তু একবার W লিখলেই আপনাকে আর সেই ঝামেলা পোয়াতে হবে না। এবার জেনে নিন আপনাকে আসলে কী করতে হবে? আর W লিখলে কী এমন হবে আপনার স্মার্টফোনে?

আইকন ছাড়াই অ্যাপ খুলুন
জেসচার অ্যাপের সাহায্যে আপনি আপনার স্মার্টফোনে যেকোনো অ্যাপ্লিকেশন সহজেই খুলতে পারবেন। তার জন্য আপনাকে অ্যাপের আইকন খুঁজেও বের করতে হবে না। শুধু যে অ্যাপটি খুলতে চান, তার প্রথম অক্ষরটি আপনাকে লিখতে হবে স্ক্রিনে। জেসচার অ্যাপের সাহায্যে, স্ক্রিনে W আঁকার সঙ্গে সঙ্গে WhatsApp খুলবে। F আঁকার সঙ্গে সঙ্গেই ফেসবুক খুলে যাবে। আর M আঁকলে মেসেঞ্জার খুলবে। অর্থাৎ আপনি ঠিক যে অ্যাপটি খুলতে চাইছেন, তার প্রথম অক্ষরটি আঁকতে হবে। তাহলেই সেই অ্যাপ খুলে যাবে।

কীভাবে এই অ্যাপটি ব্যবহার করবেন?
প্রথমে গুগল প্লে স্টোরে যান এবং জেসচার অ্যাপ ডাউনলোড করুন। এর পরে, আপনার কাছে কিছু permission চাইবে, তা ভালো করে পড়ে নিয়ে অ্যাকসেক্ট করে নেবেন। এবার আপনাকে জেসচার ম্যানেজমেন্ট অপশনে যেতে হবে এবং সেই চিহ্নটি আঁকতে হবে। এর পরে, Run Application অপশনে যান এবং সেই চিহ্ন দিয়ে যে অ্যাপটি খুলতে চান সেটি সিলেক্ট করুন।

আপনি প্রতিটি অ্যাপ্লিকেশনের জন্য আপনার পছন্দ অনুযায়ী যেকোনো চিহ্ন সিলেক্ট করুন। স্মার্টফোনের স্ক্রিনে আঙুল দিয়ে চিহ্নটি আঁকতে হবে। এর পরে আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি খুলতে মোবাইল ফোনের স্ক্রিনে প্রতীকটি আঁকার সঙ্গে সঙ্গেই সেই অ্যাপটি খুলবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft