প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থীর মধ্যে নরসিংদী থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে নরসিংদী থেকে ফরিদা ইয়াসমিনের নাম ঘোষণা করা হয়।
এর আগে বুধবার ( ১৪ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নরসিংদীর রায়পুরা উপজেলায় জন্ম নেওয়া ফরিদা ইয়াসমিন ১৯৮৯ সালে বাংলার বানী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৯ সাল থেকে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত আছেন। ২০০১ সালে জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি। বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৪ মার্চ ভোট হবে। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
দ্বাদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি পায় আওয়ামী লীগ। এসব আসনের বিপরীতে এক হাজার ৫৪৯ জন নারী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন।