বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
 

গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি    হাসিনার সঙ্গে সংলাপ কেন? রিজভীর প্রশ্ন    মির্জা ফখরুলের সঙ্গে দেখা করলেন ব্যবসায়ী নেতারা    বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা বাতিল    বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যের আত্মহত্যা    ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪    চীনে মস্তিষ্ক আক্রমনকারী নতুন ভাইরাসের সন্ধান   
সাকিবকে নিয়ে নতুন দুঃসংবাদ!
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১১ অপরাহ্ন

২০২৩ সালের বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি সাকিব আল হাসান। আঙুলের ইনজুরির পর যুক্ত হয়েছে চোখের সমস্যাও। সবমিলিয়ে বেশ অস্বস্তিতেই রয়েছেন তিনি। বিপিএল খেললেও চোখের সমস্যাটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। যে কারণে গুঞ্জন আছে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম নেবেন সাকিব।

এদিকে গতকাল তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে গেছেন সাকিব। নতুন করে বোর্ড দায়িত্ব দিয়েছে সব ফরম্যাটের জন্য নাজমুল হোসেন শান্তর কাঁধে। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন শান্ত।

এদিকে সাকিবকে নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, 'সাকিবের সাথে কথা হয়েছে। গতকাল পর্যন্ত যে কথা হয়েছে, ওর চোখের সমস্যা এখনও যায়নি। সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, বিশ্বকাপ আছে। ওর এভেইলেবিলিটি শিওর না। 

ও অবশ্যই ক্যাপ্টেন হিসেবে প্রথম পছন্দ, এখনও আছে। যেহেতু অনিশ্চয়তা রয়ে গেছে, আমরা অনিশ্চয়তায় থাকতে চাচ্ছি না, সিদ্ধান্তটা দেরি করতে চাইনি। বিশ্বকাপের বেশি দেরি নেই। দল যেন স্মুথলি চলতে পারে সেজন্য নাম ঘোষণা করে দিয়েছি।'

যদিও আসন্ন সিরিজ খেলবেন কিনা এমন প্রশ্নে টাইগার অলরাউন্ডার খানিক ধোঁয়াশাই রেখে দিয়েছেন। বিপিএলের সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছিলেন, 'শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো প্লান হয়নি। বিপিএল চলছে এটা নিয়েই ফোকাস করছি চেষ্টা করছি কিভাবে দলের জন্য কনট্রিবিউট করতে পারি।'

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ দিয়ে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এখান থেকেই নিয়মিত অধিনায়ক হিসেবে নিজের যাত্রা শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। তবে নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং হান্নান সরকারের কাজ এখনই শুরু হচ্ছে না। তাদের দেখা যাবে এরপর থেকে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft