প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৫৪ অপরাহ্ন
গতকাল রাতে লা-লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। শিরোপা নির্ধারণে এই ম্যাচ ভূমিকা রাখবে বলে সমর্থকরাও ছিলেন বেশ উত্তেজিত। তবে এবারের মৌসুমে দুর্দান্ত খেলা জিরোনাকে কাল বিধ্বস্তই করেছে লস ব্লাঙ্কোসরা। ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম এবং রদ্রিগোর গোলে জিরোনাকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করেছে কার্লো আনচেলত্তির দল।
রিয়ালের হয়ে গতকাল প্রথম গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৬ মিনিটেই ২৫ গজ দূরে থেকে তাঁর নেয়া দুর্দান্ত শটে লিড পায় রিয়াল। ব্রাজিলিয়ান এই উইঙ্গার পরে আরও দুইটি গোলে করেছেন সহায়তা। লস ব্লাঙ্কোসদের হয়ে কাল জোড়া গোল করেছেন বেলিংহাম। আর চতুর্থ গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।
জিরোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচ জয়ের পর বেশ নির্ভার মনে হয়েছে আনচেলত্তিকে। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমরা খুবই উঁচু স্তরের একটি ম্যাচ খেলেছি। আমাদের রক্ষণও খুব প্রতিশ্রুতিবদ্ধ ছিল।’
এছাড়াও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভিনিসিয়ুসকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আখ্যায়িত করেছেন রিয়াল কোচ আনচেলত্তি। অবশ্য প্রসঙ্গটি ওঠেছিল কিলিয়ান এমবাপের সূত্রধরে। ফরাসি তারকা রিয়াল আসবেন কিনা এমন প্রশ্নের উত্তরে আনচেলত্তি বলেন, ‘আপনারা এমন একজন খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞাসা করে চলেছেন, যে অন্য দলে খেলে। কিন্তু আমাদের দলে এরই মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় আছে।’
ব্রাজিলিয়ান তারকা ভিনিকে সেরা ফুটবলার উল্লেখ করে আনচেলত্তি বলেন, ‘সে একজন শীর্ষ মানের খেলোয়াড়। সে যখন এভাবে খেলে, তখন সে বিশ্বসেরা। এটা আমার ব্যক্তিগত অভিমত।’
ভিনিসিয়ুস ছাড়াও রিয়ালে খেলা বিশ্বের আরও ৫ জন সেরা ফুটবলারের নাম জানিয়েছেন রিয়াল কোচ। আনচেলত্তি বলেন, ‘বেলিংহাম দ্বিতীয় এবং তৃতীয় রদ্রিগো। এরপর আসবে ক্রুস, ভালভের্দে ও কামাভিঙ্গা।’