বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের : সম্প্রীতির ডাক    কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৮৮    তেল-ডাল-চিনিসহ ২৪৫ কোটি টাকার ইউরিয়া কিনবে সরকার    দীর্ঘদিন ফল সতেজ থাকবে যে উপায়ে    ঢাকায় জিকা ভাইরাস রোগী শনাক্ত    ৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭   
চীন মেসিদের ম্যাচ বাতিল করার কারণ কী
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৭ অপরাহ্ন

হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে লিওনের মেসি ম্যাচ না খেললেও জাপানে খেলায় বেশ চটেছে হংকং ও চীন। যার প্রভাব পড়ল মেসির দেশ আর্জেন্টিনার ওপর। মার্চে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচ বাতিল করেছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আর্জেন্টিনা-নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচটি বাতিলের বিষয় সংবাদমাধ্যমকে জানায় চীনের ক্রীড়া কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কেন নেয়া হয়েছে, সেটি চীনা কর্তৃপক্ষ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়নি। তবে সবার ধারণা হংকংয়ে মেসির না খেলার কারণে এই সিদ্ধান্ত।

ম্যাচ বাতিলের কথা উল্ল্যেখ করে শুধু বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি অনুকূলে নেই। এই পরিবেশে প্রীতি ম্যাচ আয়োজন সম্ভব নয়। বিষয়টি সকলেই জানে। পরিবেশ ঠিক না থাকায় ম্যাচটি বাতিল করতে হচ্ছে।’

উল্লেখ্য, সম্প্রতি হংকংয়ে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি। সেই ম্যাচে খেলার কথা ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। তবে ইনজুরির কারণে শেষমেশ খেলা হয়নি তার। মেসি না খেলায় হতাশা প্রকাশ করেছিল হংকং সরকার। সেটি নিয়ে দুঃখ প্রকাশ করে ইন্টার মায়ামি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লিওনের মেসি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft