প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৭ অপরাহ্ন
হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে লিওনের মেসি ম্যাচ না খেললেও জাপানে খেলায় বেশ চটেছে হংকং ও চীন। যার প্রভাব পড়ল মেসির দেশ আর্জেন্টিনার ওপর। মার্চে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচ বাতিল করেছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আর্জেন্টিনা-নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচটি বাতিলের বিষয় সংবাদমাধ্যমকে জানায় চীনের ক্রীড়া কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কেন নেয়া হয়েছে, সেটি চীনা কর্তৃপক্ষ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়নি। তবে সবার ধারণা হংকংয়ে মেসির না খেলার কারণে এই সিদ্ধান্ত।
ম্যাচ বাতিলের কথা উল্ল্যেখ করে শুধু বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি অনুকূলে নেই। এই পরিবেশে প্রীতি ম্যাচ আয়োজন সম্ভব নয়। বিষয়টি সকলেই জানে। পরিবেশ ঠিক না থাকায় ম্যাচটি বাতিল করতে হচ্ছে।’
উল্লেখ্য, সম্প্রতি হংকংয়ে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি। সেই ম্যাচে খেলার কথা ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। তবে ইনজুরির কারণে শেষমেশ খেলা হয়নি তার। মেসি না খেলায় হতাশা প্রকাশ করেছিল হংকং সরকার। সেটি নিয়ে দুঃখ প্রকাশ করে ইন্টার মায়ামি।