প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১১ অপরাহ্ন
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আচমকা অচেতন হয়ে পড়েন তিনি। এসময় তাকে তড়িঘড়ি করে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গতকাল রাতে চিকিৎসা নেওয়ার পর ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়। এ কারণে শুক্রবার দুপুরে বাসায় নেয়া হয়েছে তাকে।
চিকিৎসকরা ফারিয়াকে সিটি স্ক্যানসহ বেশকিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। সেসবের রিপোর্ট আসার পর জানা যাবে তার জটিলতা সম্পর্কে।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়ার মা সংবাদমাধ্যমকে বলেন, ‘চিকিৎসকেরা ফারিয়াকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান। সিটি স্ক্যান ছাড়াও আরও কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করতে হবে তাঁর।’
তিনি আরো বলেন, ‘শারীরিকভাবেও প্রচণ্ড দুর্বল। খাওয়া-দাওয়ায় খুবই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতাটা বেড়েছে। সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। এখন দেখা যাক চিকিৎসক কী বলেন।’
এর আগে ফারিয়া হাসপাতালে নেয়ার পর অভিনেত্রীর মা বলেছিলেন, ‘কয়েকদিন ধরেই একটু অসুস্থবোধ করছিল ফারিয়া। মনে হয় গ্যাস্ট্রিকজনিত কোনো সমস্যা হচ্ছিল।
কোনোকিছু খেতে চাচ্ছিল না আর খুব মাথা ব্যাথা করছিল। গতকাল বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল।
এরপর মাথায়, চোখে-মুখে পানি দেওয়ার পর সেন্স ফিরে। সেন্স ফেরার পরপর রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে নিয়ে আসি। এখন কিছুটা ভালো আছে। কথা বলছে।’