বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
 

গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি    হাসিনার সঙ্গে সংলাপ কেন? রিজভীর প্রশ্ন    মির্জা ফখরুলের সঙ্গে দেখা করলেন ব্যবসায়ী নেতারা    বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা বাতিল    বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যের আত্মহত্যা    ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪    চীনে মস্তিষ্ক আক্রমনকারী নতুন ভাইরাসের সন্ধান   
ঘুমধুম থেকে ১০০ বিজিপি সদস্যকে টেকনাফে স্থানান্তর
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২০ অপরাহ্ন

বান্দরবানের ঘুমধুমে আশ্রয় নেয়া ১০০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যকে টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঘুমধুম ইউপির তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনী ও দেশটির বিদ্রোহী আরাকান আর্মির (এএ) সঙ্গে যুদ্ধ চলে আসছিল। তবে চলিত সপ্তাহে তাদের মধ্যকার সংঘাত চরমে পৌছায়। 

এসময় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে তাদের দেশ ছেড়ে ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১৩ জন জান্তা বাহিনীর বিজিপি সদস্য। পরে আশ্রিতদের বিজিবির তত্ত্বাবধানে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় দেয়া হয়। আজ তাদের মধ্যে ১০০ জনকে বিজিবির তত্ত্বাবধানে টেকনাফের হ্নীলা উচ্চবিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত ১০০ জন বিজিপি সদস্যকে বিজিবির তত্ত্বাবধানে টেকনাফ হ্নীলাতে নিয়ে যাওয়া হচ্ছে।

বিজিবি এর জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম  জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে।

প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০০ জনকে টেকনাফের হ্নীলাতে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft