প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন
শিক্ষক সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে সিলেটের এমসি কলেজে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা অধ্যক্ষকে অফিসে অবরুদ্ধ করে রাখেন।
এ রির্পোট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) অধ্যক্ষকে অফিসে অবরুদ্ধ করে রয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে, শাহপরাণ (রহ.) থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন মোহাম্মদ হারুনুর রশীদ।
আন্দোলনস্থনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত থাকা ছাত্রনেতা দিলোয়ার হোসেন রাহী জানান, দীর্ঘদিন থেকে ইতিহাস বিভাগে শিক্ষক সংকট, হলের পানি সমস্যা নিরসনের জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা তাদের দাবির সঙ্গে একমত।