বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস    ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের   
মেসিকে না খেলানোয় অনুদান কেটে রাখছে সরকার
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন

ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তিন দিনের সফরে হংকং এসেছিলেন মেসি। তবে হংকংয়ের দলটির বিপক্ষে তিনি না খেললেও তার দল ইন্টার মিয়ামি ম্যাচটি জিতেছে ৪-১ গোলে।

হংকংয়ের স্থানীয় লিগে হংকংয়ের বিপক্ষে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিকে মাঠে নামাননি ইন্টার মিয়ামি কোচ। এমনকি মেসির সতীর্থ লুইস সুয়ারেজও খেলেননি এই ম্যাচে। অথচ টিকেট কেটে গ্যালারিতে বসেছেন ৪০ হাজার মেসিভক্ত। অধিকাংশের হাতে মেসির জার্সি নম্বর ‘১০। আবার অনেকে জার্সি গায়ে জড়িয়ে ‘মেসি, মেসি’ বলে চিৎকার করছেন।

ফলে হংকংবাসীরা হয়েছেন চরম হতাশ, গ্যালারিতে বসেই উগরে দিয়েছেন নিজেদের ক্ষোভ। যেই মেসির খেলা দেখতে এসেছিলেন তারা, সেই মেসিকেই পরে শুনিয়েছেন ধুয়োধ্বনি। এমনকি টিকেটের অর্থও ফেরত চেয়েছেন উত্তেজিত দর্শকরা।

মেসিকে কেন খেলানো হয়নি, সেই কারণে ম্যাচের আয়োজক ট্যাটলার এশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হংকংয়ের সরকার। সরকারের পক্ষে থেকে বলা হয়েছে, আয়োজকদের যে অনুদান দেওয়ার কথা সেটা আর দেওয়া হবে না। কমানো হবে সেই অনুদান।

খেলার আয়োজকদের ১৯ লাখ ২০ হাজার ডলার প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছিল হংকংয়ের মেজর স্পোর্টস ইভেন্ট কমিটি (এমএসইসি)। এর মধ্যে ১০ লাখ ডলার দেওয়া হয়েছে শুধু মাঠের জন্য। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছ সংস্থাটি।

এমএসইসির বিবৃতিতে বলা হয়েছে, ‘মেসি আজকের ম্যাচে না খেলায় সরকার এবং সমস্ত ফুটবল ভক্তরা চরম হতাশ। সমস্ত ফুটবল ভক্তদের একটি ব্যাখ্যা আয়োজকদের দেওয়া বাধ্যতামূলক। এমএসইসি নিয়ম ও শর্তাবলী অনুসারে সংগঠকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। যার মধ্যে তহবিলের পরিমাণ কমানো হবে অন্যতম পদক্ষেপ।’

তবে আয়োজকরা জানিয়েছেন, মেসি যে খেলবেন না, এটি তারাও জানতো না। তারা আশা করেছিলেন, মেসি এবং সুয়ারেজ দুইজনেই খেলবেন। কিন্তু দুই তারকা মাঠে না নামায় আয়োজকরাও হতাশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft