বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
বিপিএলে রংপুর ছাড়ছেন চার বিদেশি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ২:২৮ অপরাহ্ন

পিএসএল খেলতে ৭ ফেব্রুয়ারির মধ্যে নিজ দেশে ফিরতে হচ্ছে রংপুর রাইডার্সের তারকা ক্রিকেটার বাবর আজমকে।

শুধু বাবর নয়, চার বিদেশি ক্রিকেটারকেই ঢাকা ও চট্টগ্রাম পর্বে রংপুরের জার্সিতে খেলতে দেখা যাবে না। তাদের পরিবর্তে দলের সঙ্গে যোগ দেবেন নতুন বিদেশি ক্রিকেটাররা। 

রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেন, ‘আমরা তাকে খুব বেশিই মিস করবো। বাবর আজম আমাদের সঙ্গে সর্বশেষ ম্যাচটা খুব সম্ভবত ৬ তারিখ খেলবে। সে আরও কিছুদিন থাকার চেষ্টা করছে, কিন্তু সেটি হওয়ার সম্ভাবনা নেই।’  

তিনি আরও বলেন, ‘এই চার ক্রিকেটার যখন চলে যাবেন তখন তাদের শূন্যস্থান পূরণে নতুন করে আরও চারজন আসবে। দলের সঙ্গে নতুন করে মানিয়ে নিতে তাদের সময় লাগবে। ওদের জুটিটা ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আবার ওই জায়গায় যেতে একটু সময় লাগবে।’

বাবর আজম ছাড়াও রংপুর রাইডার্স ছাড়ছেন আজমতউল্লাহ ওমরজাঈ, মোহাম্মদ নবি ও ব্র্যান্ডন কিং। তাদের জায়গায় নতুন করে আসছেন রাসি ভ্যান ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস ও ইমরান তাহিররা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft