প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, কারিগরি ত্রুটির কারণে আজ রোববার দেড় ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। দেড় ঘন্টা পর আবার চলাচল স্বাভাবিক হয়।
ডিএমটিসিএল জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া এনটিভি অনলাইনকে জানান, বিকেল পৌনে ৩টার দিকে কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়। মেরামতের আবার বিকেল সোয়া ৪টায় চালু হয়। কী ধরনের কারিগরি ত্রুটি এ বিষয়ে তিনি বলেন, ‘বৈদ্যুতিক কারিগরি ত্রুটি ছিল। এখন স্বাভাবাকি চলাচল করছে। কোনো ধরনের অসুবিধা হয়নি। তবে, সাময়িকভাবে যাত্রীদের অসুবিধার কারণে আমরা দুঃখপ্রকাশ করছি।’