বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
আলাভেসের ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জিতলো বার্সেলোনা
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

গতকাল শনিবার রাতে আলাভেসের ঘরের মাঠে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে আবারও তিন নম্বরে উঠে এসেছে জাভি হার্নান্দের দল।

২৩ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ৫০। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জিরোনা এবং এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

আজ রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে যদি অ্যাটলেটিকো জিতে যায়, তাহলে তারাই আবার উঠবে তিন নম্বরে। যদি রিয়াল জয় পায়, তাহলে বার্সা-জিরোনার সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারবে তারা।

ব্রাজিলিয়ান তরুণ তারকা ভিতর রক এ নিয়ে টানা দুই ম্যাচ গোল পেলেন। তবে, ৭২তম মিনিটে এই তারকাকে বিতর্কিতভাবে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিস্কার করা হয়।

খেলার ২২তম মিনিটে জার্মান তারকা ইলকায় গুন্ডোগানের দারুণ এক পাস থেকে বল পেয়ে আলাভেসের গোলরক্ষক আন্তোনিও সিভেরার মাথার ওপর দিয়ে জালে বল পাঠিয়ে গোলের সূচনা করেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। এ নিয়ে লা লিগায় ৯ম গোল করলেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইলকায় গুন্ডোগান নিজেই করেন দ্বিতীয় গোল। পেদ্রির কাছ থেকে পাস পেয়ে বাম পায়ের দারুণ এক শটে আলাভেসের জালে বল জড়ান তিনি।

এরপরই দ্রুত (৫১তম মিনিটে) এক কাউন্টার অ্যাটাক থেকে একটি গোল আদায় করে নেয় আলাভেস। অ্যালেক্স সোলার দারুণ এক ক্রসে সামু ওমরডিওন দুর্দান্ত হেডে বল জড়ান বার্সেলোনার জালে।

৬৩ মিনিটে তৃতীয় গোল করেন ভিতর রক। ৫৯ মিনিটে গুন্ডোগানের পরিবর্তে মাঠে নামেন তিনি। আগের ম্যাচেও ওসাসুনার বিপক্ষে রক একমাত্র গোলটি করে বার্সাকে জেতান। সেখানেও ছিলেন সুপার সাব। মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই গোল করেন। এই ম্যাচেও মাঠে নেমেই চার মিনিটের মাথায় গোলের দেখা পেলেন তিনি।

এর ৯ মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হতে হয় রককে। নাহুয়েল তেনাগলিয়াকে কনুই দিয়ে গুঁতা দেয়া এবং রাফা মারিনকে ফাউল করার অপরাধে পরপর দুটি হলুদ কার্ড সমান একটি লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান তিনি।

বার্সা কোচ জাভি বলেন, ‘আমরা ভিতর রকের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবো। এটা পরিস্কার যে, তার মাঠের ওসব কাজ ছিল ভুল বোঝাবুঝি। ইচ্ছা করে সে ওসব করেনি। আমাদের বিপক্ষেও তো হয়েছে। রবার্ট (লেওয়ানডস্কি) আমাদের গ্রেট গোল স্কোরার। ভিতর রকও একই। সে আমাদের গোল উপহার দেয় এবং আমি মনে করি, লাল কার্ড দিয়ে পুরোপুরি অন্যায় করা হয়েছে তার ওপর।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft