প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৫ অপরাহ্ন
আজ শুক্রবার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।
সংস্থাটি আরও জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫ জন ও ঢাকার বাইরের ৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬৭ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭১৬ জন।
বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৪৪ জন এবং ঢাকার বাইরের ৫৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১৫ জন এবং ঢাকার বাইরের ৬৫২ জন।
এর আগে গত বৃহস্পতিবার ১৭ জন রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।