প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে কে হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার? প্রশ্নটি উঁকি দিয়েছিল অনেকের মাথায়। পীরজাদা শহীদুল হারুনের জায়গায় নাম উঠেছিল বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম খসরুসহ আরও কয়েক জনের। শেষ পর্যন্ত জানা গেল সমিতির নির্বাচন কমিশনার হিসেবে চূড়ান্ত করা হয়েছে খসরুকে।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী সমিতির মিটিং শেষে জয় বলেন, প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন প্রযোজক ও পরিচালক মো. খোরশেদ আলম খসরু ভাই। আপাতত একুটুই বলতে পারছি।
এদিকে এখনও চিঠি হাতে পাননি উল্লেখ করে খসরু বলেন, ‘আমিও শুনেছি আমাকে এই দায়িত্বটি দেওয়া হবে। সমিতির নিয়ম অনুসারে এই পদে যিনি আসবেন তাকে চিঠি পাঠানো হয়। তিনি যদি অনুমোদন দেন তাহলে তাকে এই পদে বসানো হয়। তবে আমি এখনও চিঠি পাইনি।’
প্রধান নির্বাচন কমিশনারের পদে আসা প্রসঙ্গে প্রযোজক সমিতির এ নেতা বলেন, ‘আমি সব সময় ইন্ডাস্ট্রির ভালো চাই। আমাকে দিয়ে যদি সংগঠনের ভালো কিছু হয় তাহলে আমি কেন আসব না?’
শিল্পী সমিতির গত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পদে ছিলেন পীরজাদা শহীদুল হারুন। তবে স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তাকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্রের ১৭টি সংগঠন। সে সময় তারা জানায়, পীরজাদা হারুনকে চলচ্চিত্রের কোনও কাজে রাখা হবে না। এবার তার বিকল্প হিসেবে বেছে নেওয়া হলো খোরশেদ আলম খসরুকে।