প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০১ অপরাহ্ন
পল্লীকবি জসীমউদদীনের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে শুরু হচ্ছে ‘জসীম পল্লীমেলা’। শুক্রবার বিকেলে ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে পল্লী কবির বাড়ি সংলগ্ন ‘জসীম উদ্যানে’ ১৯ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় বিভিন্ন খাবার, চারু ও কারুপণ্যের দুই শতাধিক স্টল বসছে। দেশের বিভিন্ন স্থান থেকে নানা পসড়া নিয়ে ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন। মেলায় আরো থাকছে হস্ত, মৃৎ, বাঁশ ও বেত শিল্পসহ গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের নানা জিনিষপত্র।
এছাড়া শিশু কিশোরদের বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলা, পুতুল নাচসহ বিভিন্ন রকমের রাইডস। মেলা চলাকালীন সময়ে প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত মেলার মাঠে জসীম মঞ্চে থাকবে গান, নাচ, নাটকসহ বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।