প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা শুরু হবে আগামীকাল শুক্রবার। এই ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২টি জেলা শহরে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসকরা নিজ নিজ জেলার সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এবার মন্ত্রণালয় ও অধিদপ্তরের সকল কর্মকর্তাকে বিভিন্ন জেলায় মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তাঁরা ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত জেলায় পৌঁছে গেছেন।
দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তাঁদের পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে।
গত বছর ২০ মার্চ দ্বিতীয় পর্বের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম পর্বে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ৮ ডিসেম্বর। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে ২০ ডিসেম্বর। এ পর্বের মৌখিক পরীক্ষা চলমান।