বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
চলতি মৌসুমে অপরাজিত লিভারপুল
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫১ অপরাহ্ন

চেলসির মতো ক্লাবের বিপক্ষে কঠিন এক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে শঙ্কা ছিল, এই ম্যাচে না আবার পয়েন্ট হারায়! কিন্তু ঘরের মাঠে চেলসিকে রীতিমতো ৪-১ গোলে উড়িয়ে দিয়ে সে সঙ্কার অবসান ঘটিয়েছে রেড ডেভিলরা।

চেলসির বিপক্ষে এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও নিরঙ্কুশ করলো লিভারপুল। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট লিভারপুলের। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থাকলো ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা। যদিও সিটি এক ম্যাচ কম খেলেছে।

২০ বছর বয়সী কনর ব্র্যাডলি তার নিজের প্রথম গোলটি করলেন এই ম্যাচে। শুধু তাই নয়, দুটি অ্যাসিস্টও ছিল তার। লিভারপুলের হয়ে বাকি দুই গোল করেন দিয়েগো জোতা, ডোমিনিক সবজলাই এবং লুইস দিয়াজ। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টোফার এনকোকু।

লিভারপুলের ফরোয়ার্ড ডারউইন নুনেজ প্রথমার্ধেই পেনাল্টি কিক মেরে দেন পোস্ট বারে। সে সঙ্গে একটি রেকর্ডও গড়ে ফেলেন তিনি। ২০০৩ সালে অপটা রেকর্ডস শুরু হওয়ার পর থেকে তিনিই একমাত্র ফুটবলার, যিনি এক মৌসুমে চারবার পেনাল্টি শট নিতে গিয়ে পোস্টের বারে লাগিয়ে গোল বঞ্চিত হন।

তবে নুনেজ পেনাল্টি শট মিস করলেও জয় পেতে সমস্যা হয়নি লিভারপুলের। ইয়ুর্গেন ক্লুপের দল একই সঙ্গে অ্যানফিল্ডে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি।

ক্লুপ বলেন, ‘আমি কখনোই দলের কাছ থেকে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আশা করি না, যতক্ষণ না ব্যক্তিগতভাবে কেউ ভালো পারফরম্যান্স না করে। এই ম্যাচের শুরুটা ছিল দারুণ। তবে, আমরা দুর্দান্ত খেলেছি। এটা ছিল সত্যিই সেরা একটি ম্যাচ।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft