প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
কদিন আগেই ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতে নিয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপজয়ী এই ফুটবলার ফিফার শীর্ষ এই পুরস্কার জেতার পথে টপকে গেছেন আর্লিং হলান্ড এবং কিলিয়ান এমবাপেকে। এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
মেসির দ্য বেস্টের পুরস্কার জেতা মেনে নিতে পারেননি অনেকেই। এবার আলোচনায় এসেছে ভোটিং প্রক্রিয়ায় কিছুটা ভুল হয়েছে। এমনটায় দাবি করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।
পুরস্কারের মঞ্চে মেসি এবং হলান্ডের ভোটের সংখ্যা সমান ছিল। তবে আন্তর্জাতিক দলের অধিনায়কদের ভোট বেশি পাওয়ায় পুরস্কার উঠেছে আটবারের ব্যালন ডি’অর জয়ীর হাতে। ক্রোয়েশিয়ার মার্সেলো ব্রোজোভিচ এ তালিকায় তৃতীয় হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন এ স্প্যানিশ কোচ।
সংবাদমাধ্যমে মার্টিনেজ বলেছেন, ‘এটা ভুল ছিল। এখন আমাদের হাতে অনেক ভোট, অনেক নির্বাচন রয়েছে। আমাদের এখন ফিফা খেলোয়াড়, ফিফা বেস্ট রয়েছে যারা সারাবছর মাঠে ছিল। প্রথমবার বিশ্বকাপ শীতে হয়েছে এবং ভোটিং প্রক্রিয়া বেশ অদ্ভুত কারণ এখানে শুধুমাত্র ছয়মাসের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে।’
‘আমার কাছে ফুটবলে ব্যক্তিগত পুরস্কার বেশ কঠিন। আমার মনে হয় দল যা করে ব্যক্তিগত খেলোয়াড়ের ঝুলিতে সেটা উঠে। ব্রোজোভিচ এবং বার্নার্ডো সিলভার বিষয়ে কি বলবেন যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ছিল এবং যারা ঘরোয়া শিরোপায় সফল হয়েছিল।’
‘প্রশ্নের প্রেক্ষিতে বলা যায় এটা ভুল। আমি একমাত্র যে ভুল করিনি। কারণ যখন আপনি ভোট দেখবেন বিশ্বকাপের বাইরে আরও কি আছে সেগুলো আপনাকে দেখতে হবে।’