বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর   
নিজের আবেগ ধরে রাখতে পারেননি লারা
প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ন

আজ রোববার ব্রিসবেনে ৬৮ রানে সাত উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে রুদ্ধশ্বাস এক জয় উপহার দিয়েছে ক্যারিবিয়ান তরুণ পেসার শামার জোসেফ। ব্রিসবেনের গ্যাবায় পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই যুগের আক্ষেপ ঘুচিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটলো এ জয়ের মধ্যে দিয়ে। 

সবশেষ ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয়ের স্বাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 

ক্যারিবীয়দের এমন অকল্পনীয় জয়ে মন ছুঁয়ে গেছে ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের।

ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি যখন জেতে, ধারাভাষ্য কক্ষে ছিলেন কিংবদন্তি ব্রায়ান লারা। লারার সহধারাভাষ্যকার ইয়ান স্মিথ ও অ্যাডাম গিলক্রিস্ট। তখন চিৎকার করে ইয়ান বলছিলেন, ‘২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল এক সময়ের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ। এমন ইতিহাস গড়া মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি লারা।’

খুশিতে আত্মহারা লারার চোখ ছলছল করছিল। আবেগপ্রবন হয়ে তিনি বললেন, ‘এটা অবিশ্বাস্য, ২৭ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়াকে মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জয়। তারুণ্যনির্ভর একটি দল, যা করল তা নিসন্দেহে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন। এই দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন।’

সাবেক কিংবদন্তি কার্ল হুপার তো বিশ্বাসই করতে পারছিলেন না। মাথায় হাত দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই সাবেক ক্রিকেটার। সাবেক ক্যারিবীয় তারকাদের পাশাপাশি বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরাও জোসেফদের প্রশংসায় ভাসাচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft