বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল    অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর : বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে     আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস    ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের   
অপ্রীতিকর ঘটনা, নিষিদ্ধ পাকিস্তানের ৩ নারী ক্রিকেটার
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন

পাকিস্তানের জাতীয় নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এক অপ্রীতিকর ঘটনায় তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত তিন ক্রিকেটার হলেন- সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল।

জানা গেছে, টুর্নামেন্ট চলাকালে ওই ক্রিকেটাররা নাকি মারামারিতে জড়িয়েছিলেন। যেখানে দু’জনে মিলে একজনকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে একজন ক্রিকেটার অভিযোগ দিলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করে।

বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার জানায়, সাদাফ ও ইয়ুসরার সঙ্গে প্রথমে আয়েশার বাদানুবাদ হয়। পরে দুই সতীর্থের মার খেয়ে নাক দিয়ে রক্তও ঝরে আয়েশার।

প্রতিবেদনে আরো বলা হয়, ওই ঘটনার পর দু’দিন অতিবাহিত হলেও বিষয়টি ছিল বোর্ডের অজানা। পরে আয়েশা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করলে তিনজনকেই নিষিদ্ধ করে পিসিবি। ফলে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না এই তিন ক্রিকেটার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft