বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন    ডারবানে ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা     অনেক চাপে রয়েছেন এমবাপ্পে: বেলিংহাম     আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস    ফ্যাসিবাদ যেকোনো সময় ফিরে আসতে পারে, আশঙ্কা মির্জা ফখরুলের    হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা    টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দেওয়া হলো ২২৫০০ কোটি   
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৪:০২ অপরাহ্ন

বেপরোয়া গতির অবৈধ মোটর সাইকেল এবার কেড়ে নিলো ৩ সন্তানের জনক ফিরোজ চাঁদ (৫০) নামক এক গরু ব্যবসায়ীর প্রাণ। নিহত ব্যক্তি উপজেলার চিত্রাপাড়া গ্রামের নেহাল উদ্দিন চাঁদের ছেলে। শনিবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া-পয়সারহাট সড়কের চিত্রাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতের সাথে থাকা আরো দুই ব্যবসায়ী মশিউর দাড়িয়া (৪২), নুরুল ইসলাম মিয়া (৪০), মটর সাইকেল চালক রনি হাজরা (২৩) ও আরোহী রবিউল খান (২০) সহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। 

প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা রিপন মিয়া জানান, ছয় জন ব্যবসায়ী দোকানের পাশে দাড়িয়ে চা-পান খাচ্ছিলো, হাঠাৎ দ্রুত গতিতে এসে মটর সাইকেল টি তাদের ধাক্কা দিয়ে ছেঁছড়ে নিয়ে গাছের সঙ্গে চাঁপা দেয়। রেজিস্ট্রেশন বিহীন ঘাতক মোটর সাইকেল টি তৌকির হাজরা নামক অন্য এক যুবকের বলে জানায় চালক রনি হাজরা। 

নিহতের স্বজনসহ এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় গোলাম রাব্বি বাদী হয়ে রনি হাজরা ও রবিউল খান সহ দুজনকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেন। 

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়েজ আহমেদ বলেন- মটর সাইকেলটি আটক করেছি, অভিযুক্তদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে, উভয় আসামী কে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft