প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন
কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না রিয়াল মাদ্রিদ সমর্থকদের। তবে রিয়ালে এসে এখনও নিজের ছায়া হয়ে রয়েছেন এই ফরাসি তারকা। এখনও নিজের নামে প্রতি সুবিচার করতে পারেননি তিনি। এমনকি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করে রিয়াল সমর্থকদের কাছে খলনায়ক বনে গেছেন এমবাপ্পে।
বুধবার (২৭ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল। পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ এসেছিল লস ব্লাঙ্কোদের কাছে। তবে এমবাপ্পের পেনাল্টি মিসের কারণে আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। পেনাল্টি মিসের কারণে এমব্বাপ্পে আরও চাপে পড়েছেন বলে মনে করেন তার ক্লাব সতীর্থ জুল বেলিংহাম।
ম্যাচ শেষে বেলিংহাম বলেন, 'এটা (পেনাল্টি মিস) ম্যাচের বড় একটি মুহূর্ত কিন্তু এটা ঘটতেই পারে। সে (এমবাপ্পে) অসাধারণ একজন খেলোয়াড় কিন্তু সে অনেক চাপের মধ্যে রয়েছে কারণ সে অনেক ভালো। তবে পেনাল্টি মিসই আমাদের খেলা হারার কারণ নয়।'
এমন খারাপ সময়ে এমবাপ্পেকে শক্ত থাকার অনুরোধ করে এই ইংলিশ মিডফিল্ডার আরও বলেন, 'দলগতভাবে আমরা যথেষ্ট ভালো ছিলাম না, তারা আমাদের চেয়ে ভালো পারফর্ম করেছে এবং এটাই সহজ কথা। কিলিয়ান তার মাথা উঁচু রাখতে পারে, আমি নিশ্চিত জানি যে সে আরও অনেক মুহূর্ত তৈরি করবে যা এই ক্লাবের জন্য অনেক বড় হবে।'