প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে ওঠে ম্যানচেস্টার সিটি। এরপর ইউরোপসেরার শিরোপাশ ট্রেবল জয় করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
অন্যদিকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট হারানোর পর লা-লিগাও জয় করতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। তবুও সবথেকে বেশি রাজস্ব আয়ের ক্ষেত্রে সিটিকে ছাড়িয়ে গেছে মাদ্রিদের ক্লাবটি।
২০২২–২৩ মৌসুমে সর্বোচ্চ রাজস্ব আয় করেছে রিয়াল। এ তালিকায় ম্যানসিটির অবস্থান রিয়ালের পর তালিকার দুই নম্বরে। ইংল্যান্ডের প্রতিষ্ঠান ডেলয়েট ফুটবল মানি লিগের করা তালিকায় এই তথ্য জানা গেছে।
গত মৌসুমে রেকর্ড ৮৩ কোটি ১০ লাখ ইউরো আয় করেছে রিয়াল। কোভিড মহামারির পর আগের মৌসুমের চেয়ে বেশি আয় করেছে ১১ কোটি ৮০ লাখ ইউরো। এদিকে গত মৌসুমে ম্যানসিটি আয় করেছে ৮২ কোটি ৬০ লাখ ইউরো।
এদিকে রিয়াল, সিটির মত ৮০ কোটির বেশি ইউরো আয় করেছে পিএসজি। ফলে এবারই প্রথম মানি লিগের শীর্ষ তিনে জায়গা করে নিতে পেড়েছে প্যারিস জায়ান্টরা। এদিকে অর্থনৈতিক অবস্থা ভালো না হলেও পিএসজির পর চার নম্বরে আছে বার্সেলোনা।
গত মৌসুমে কাতালান ক্লাবটিও আয় করেছে ৮০ কোটির ঘরে। এছাড়াও এ তালিকায় শীরড়ষ দশে আরও আছে ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, চেলসি এবং আর্সেনাল।