প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৯:৩২ অপরাহ্ন
ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টি। ক্রিকেটের এই ফরমেটের প্রসার এতটাই বেড়েছে যে, দেশে দেশে আয়োজিত হয় ফ্র্যাঞ্চাইজি লিগ। দর্শক চাহিদা, ব্যবসা, বিনোদন সবকিছু সঙ্গে নিয়ে বসে তারার মেলা। বাংলাদেশে এই মেলার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)। দরজায় কড়া নাড়ছে বিপিএলের দশম আসর। আগামীকাল থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি লিগটির দশম আসর।
এ টুর্নামেন্টকে ঘিরে আলোচনা-সমালোচনার কমতি নেই। গত কয়েক আসরের ন্যায় এবার কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না বিপিএলে। তবে ম্যাচের আগে স্বল্প পরিসরে ছোট অনুষ্ঠান আয়োজনের কথা জানান বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এই বছর আমাদের বড় পরিসরে করার ইচ্ছে ছিল, তবে সময় স্বল্পতার কারণে আমরা তা করতে পারিনি। আর নির্বাচনের ঠিক পরে এখানে উদ্বোধনী অনুষ্ঠান করাটাও কঠিন। কারণ নিরাপত্তার পাশাপাশি অনুমতির ব্যাপার ছিল। তাই এবার আমরা ছোট পরিসরে যা যা করা সম্ভব, তার সবই করছি।’
গত বছরও বিপিএলে ছিল না ডিআরএস। তবে এবারের আসরের শুরু থেকেই ক্রিকেটের এই আধুনিক প্রযুক্তিটি পাওয়া যাবে। এখন পর্যন্ত টুর্নামেন্টটির নয়টি আসর মাঠে গড়িয়েছে। যেখানে এ পর্যন্ত চারটি দল চ্যাম্পিয়ন হিসেবে পাওয়া গেছে। যারমধ্যে সর্বোচ্চ চারবার শিরোপা ঘরে তুলে সবচেয়ে সফল দলের তকমা পেয়েছে কুমিল্লা, তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। কাল বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ও ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সিলেট ও চট্টগ্রাম।