প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, আসছে ফেব্রুয়ারীতে শুরু হতে যাচ্ছে মেয়েদের অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ২ফেব্রুয়ারি থেকে ৮ফেব্রুয়ারি পর্যন্ত চলা এবারের আসরের আয়োজক হিসেবে থাকবে বাংলাদেশ। এ আসরে অংশগ্রহণ করবে চার দল।
আসরের সবগুলো ম্যাচই ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গড়াবে। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচে ভারত মুখোমুখি হবে ভুটানের। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে।
এবারের আসরের অংশগ্রহণকারী চারটি দল হলো- ভুটান, নেপাল ভারত এবং স্বাগতিক বাংলাদেশ। গ্রুপপর্বে সবগুলো দল সবার সাথে প্রতিযোগিতা করবে। ওই পর্ব থেকে বেশি পয়েন্ট অর্জন করা দুটি দল ফাইনালে মোকাবেলা করবে।
আসরের সময়সূচী:
২ ফেব্রুয়ারি-
ভারত-ভুটান, বিকেল তিনটা,
বাংলাদেশ-নেপাল, সন্ধ্যা সাতটা।
৪ ফেব্রুয়ারি-
ভুটান-নেপাল, বিকেল তিনটা,
বাংলাদেশ-ভারত, সন্ধ্যা সাতটা।
৬ ফেব্রুয়ারি-
ভারত-নেপাল, বিকেল তিনটা,
বাংলাদেশ-ভুটান, সন্ধ্যা সাতটা।
ফাইনাল- ৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা ছয়টা।