প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
গত বছরজুড়ে একের পর এক ফুটবলার পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। যেখানে বড় চমক প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়ে থাকে নেইমার জুনিয়র। তবে ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন তিনি।
এবার তার দেখানো পথেই হাঁটতে যাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের তার আরেক সতীর্থ। আল হিলালে যোগ দেয়ার দ্বারপ্রান্তে আছেন ব্রাজিল জাতীয় দলের লেফট ব্যাক রেনান লদি।
এমন খবরই জানিয়েছেন দলবদলের সংবাদের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, লদিকে কেনার ব্যাপারে তার বর্তমান ক্লাব অলিম্পিক মার্শেইয়ের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছে আল হিলাল। সোমবারের মধ্যেই চুক্তি স্বাক্ষর হয়ে যাবে বলে জানিয়েছেন রোমানো।
লদিকে বিক্রি করে ২০ মিলিয়ন ইউরো (২৪০ কোটি ৪৭ লাখ টাকা) পাচ্ছে মার্শেই। ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত তার সঙ্গে চুক্তি করছে নেইমারের ক্লাব। এর আগে জানা গিয়েছিল, আল হিলাল অ্যাস্টন ভিলার ফরাসি ডিফেন্ডার লুকাস দিগনেকে দলে ভেড়াতে চায়। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এই ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ানকে দলে ভেড়াচ্ছে তারা।
গত গ্রীষ্মে লদিকে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ১৩ মিলিয়ন ইউরো খরচ করে দলে টেনেছিল মার্শেই। এরপর ফরাসি ক্লাবটির হয়ে ২৩ ম্যাচ খেলে একটি অ্যাসিস্ট করেছেন তিনি।