বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মেয়ের পর ডিপফেকের শিকার শচীন
প্রকাশ: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১০:৪২ অপরাহ্ন


সম্প্রতি ডিপফেক ভিডিও ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একের পর এক সেলিব্রিটি আতঙ্কে এই ভিডিওর দাপটে। মুখাবয়ব এবং গলার স্বর নকল করে তারকাদের ভিডিও বানিয়ে অসৎ উদ্দেশ্যে প্রচার করে বিভ্রান্ত করা হচ্ছে ব্যবহারকারীদের।অনুষ্কা সেন, রাশমিকা মান্ধানা, ঐশ্বরিয়া রাই, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, রতন টাটা- ডিপফেক ভিডিওর খপ্পরে পড়েছেন সকলেই। 

এমনকি রতন টাটা থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও শিকার হয়েছেন প্রযুক্তির এই অপব্যবহারের। কিছুদিন আগে ক্রিকেটের কিংবদন্তী শচীন টেন্ডুলকারের মেয়ে সারা এই ডিপফেক ভিডিওর খপ্পরে পরেন। এবার সেই ‘নকলি’ ভিডিওর শিকার স্বয়ং শচীন নিজেও। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় এই কিংবদন্তী ক্রিকেটার।

তার ভিডিও দেখার পরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে এর বিরুদ্ধে রিপোর্ট করতে বলেন শচীন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অ্যাপের বিজ্ঞাপনে শচীন টেন্ডুলকার। যেখানে ভারতীয় কিংবদন্তি বলছেন, ‘আমার মেয়ে এই অ্যাপে খেলে থাকে। এখানে খেলে প্রতিদিন ১ লাখ ৮০ হাজার রুপি আয় করা যায়। মাঝেমধ্যে আমি আশ্চর্য হয়ে যাই, এখন কত সহজে আয় করা যায়।’ 

এই ডিপফেকের ওপর ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শচীন লেখেন, ‘এই ভিডিওটি ভুয়া এবং আপনাকে প্রতারিত করার জন্য এটি তৈরি করা হয়েছে। প্রযুক্তির এই ধরনের অপব্যবহার সম্পূর্ণ ভুল। এই ধরনের যে কোনও ভিডিও বা অ্যাপ বা বিজ্ঞাপনের বিষয়ে অবিলম্বে রিপোর্ট করার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি।’

তিনি যোগ করে আরো লিখেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলিকেও সতর্কতা অবলম্বন করা উচিত এবং তাদের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। ভুল তথ্য ও সংবাদ রোধ করতে এবং ডিপফেকের অপব্যবহার বন্ধ করতে তাদের ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft