প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন
সুস্থ থাকতে পরিমিত ঘুমের বিকল্প নেই। কিন্তু কর্মব্যস্ত জীবনে ঘুমের জন্য সময় কোথায়? সকাল থেকে গভীর রাত চলতে থাকে নানা কাজ। তাই ঠিকমতো ঘুম আর হয় না। এসবের প্রভাব পড়ে শরীরে। কম ঘুম হলে কী কী সমস্যা হতে পারে চলুন জানা যাক-
মানসিক চাপ বৃদ্ধি
পরিমিত ঘুম না হলে বাড়তে পারে মানসিক চাপ। দীর্ঘদিন হলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। ঘুমের অভাবে মানসিক রোগও দ্বিগুণ হারে বাড়তে পারে। সুস্থ থাকতে রোজ পর্যাপ্ত পরিমাণ ঘুম অবশ্যই প্রয়োজন।
মাইগ্রেন
প্রতিদিন পর্যাপ্ত ঘুম না হলে মাইগ্রেনের সমস্যা বাড়তে থাকে। অনিদ্রা সাইনাসের সমস্যাকেও মারাত্মক হারে বাড়িয়ে দেয়। ঘুম কম হলে অন্যান্য মানসিক সমস্যাও বৃদ্ধি পায়।
ত্বকের ক্ষতি
বহুদিন পর্যন্ত কম ঘুমালে ত্বকের ওপর খুব খারাপ প্রভাব পড়ে। ত্বকের ওপরে কালচে আস্তরণ পড়ার কারণ হতে পারে এটি। এছাড়াও ঘুমের অভাবে বাড়ে ডার্ক সার্কেলের সমস্যা।
হজমে গণ্ডগোল
৬ ঘণ্টার কম ঘুমালে হজমেও সমস্যা দেখা দেয়। ঘুম কম হলে দেখা দেয় পেটের সমস্যা। ভালোভাবে হজম করাতে তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমাতেই হবে।
অ্যালজাইমার্সের আশঙ্কা বৃদ্ধি
ভালোভাবে ঘুম না হলে অ্যালজাইমার্সের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। স্মৃতিশক্তি কম হয়ে যায় ঠিকমতো ঘুম না হলে। এজন্য স্মৃতিশক্তি বাড়াতে ঠিক করে ঘুমাতে হবে।