প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ১:২৬ অপরাহ্ন
কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করে আইন পাস করেছে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট। দেশটিতে এই বিষয়টি বহুল আলোচিত। নতুন আইন অনুযায়ী ২০২৭ সাল থেকে কুকুর জবাই ও মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইনের লক্ষ্য কুকুরের মাংস খাওয়ার শতাব্দী প্রাচীন প্রথার অবসান ঘটানো।
বিবিসির খবরে বলা হয়েছে, কুকুরের মাংস গত কয়েক দশক ধরে দক্ষিণ কোরীয়দের অপছন্দের তালিকায় পৌঁছে গেছে। বিশেষ করে তরুণরা এটা পরিহার করে।
খবরে বলা হয়েছে, নতুন আইন অনুযায়ী খাওয়ার জন্য কুকুর পালন, জবাই, মাংস বিক্রি বা বিতরণ নিষিদ্ধ হবে। এ বিষয়ে দোষী সাব্যস্ত হলে কারাগারে পাঠানো হতে পারে।
কুকুর জবাই করলে তিন বছর এবং কুকুরের মাংস বিক্রি করলে দুই বছরের জেল হতে পারে। তবে কুকুরের মাংস খাওয়া বেআইনি হবে না।