বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন    জিয়াকে নিয়ে মন্তব্যের জের বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা    ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা: তথ্য উপদেষ্টা    আল-কোরআনের বয়ানে ফিলিস্তিন    চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের : সম্প্রীতির ডাক    কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৮৮   
সংসদের বিরোধী দল জানতে স্বতন্ত্রদের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ন

সংসদে বিরোধদল কে হচ্ছে- এটা জানতে স্বতন্ত্র হিসেবে জয়ীদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বললেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। তিনি বলেন, ‘স্বতন্ত্র যারা বিজয়ী হয়েছেন তারা কি জোট বাধবেন নাকি আলাদা আলাদা থাকবেন সেটা পরিস্কার হতে হবে। এর আগে সংসদে বিরোধী দল বিষয়ে কিছু বলা যাবে না।’

আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে নিজ সংসদীয় এলাকা আখাউড়ায় এলে পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তাঁর আহবানে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইনমন্ত্রী। আখাউড়ায় সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ হয়েছি।’

তিনি আরো বলেন, ‘আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা ভোট দেওয়ার মাধ্যমে সন্ত্রাসের রাজনীতিকে প্রত্যাখান করেছেন। আপনারা যে উন্নয়নের রাজনীতিকে স্বীকৃতি দিয়েছেন সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই।’

বিএনপি’র সমালোচনা করে দলটির উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখনো সময় আছে বঙ্গবন্ধুকে মেনে যদি রাজনীতি করেন তাহলে হয়তো জনগণ আপনাদেরকে গ্রহন করবে। আর যদি সেটা না করেন তাহলে জনগণ আপনাদেরকে আস্তাকুঁড়ে ফেলে দিবে।’

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভুইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে মহানগর গোধূলী ট্রেনে করে ঢাকায় আসেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিসুল হক এমপি বিপুল ভোটে জয়লাভ করেন। তার সঙ্গে প্রতিদ্বন্দিতা করা অন্য দুই প্রার্থীই জামানাত হারিয়েছেন। আনিসুল হক এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। 

মন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেন, ‘১৯৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছেন তারা শাসনের রাজনীতি করেছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেবা করেন। সরকারের মাধ্যমে তিনি জনগণের সেবা করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft