শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
মাসসেরা ক্রিকেটারের তালিকায় তাইজুল ইসলাম
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ন

কিউদের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে দলকে দারুণ সাফল্য উপহার দিয়েছিলেন তাইজুল ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেট তুলে নেন তাইজুল। 

দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে নেন নেন ৬ উইকেট। মোট ১০ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।

এই পারফরম্যান্সের কারণে আইসিসির ডিসেম্বরের প্লেয়ার অব দ্য মান্থ বা মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় নাম উঠেছে বাংলাদেশের তাইজুল ইসলামের। তার সঙ্গে বাকি দু’জন হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।

তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে সিলেট টেস্টে কিউইদের ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো টাইগাররা। ঢাকায় দ্বিতীয় টেস্টে হেরে যায় বাংলাদেশ। তবে এখানেও তাইজুল নজরকাড়া বোলিং করেন। নেন ৫ উইকেট। দুই টেস্ট মিলে ১৫ উইকেট নেয়ার কারণেই মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় উঠলো তার নাম।

একই টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্য দেখান নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার তিনি নেন ৫ উইকেট। ব্যাট হাতে করেন ৩৮ রান। দ্বিতীয় টেস্টে ৩১ রানে ৩ উইকেট ও ব্যাট হাতে করেন ৮৭ রান। যে কারণে জয় পায় কিউইরা। এই পারফরম্যান্স দিয়েই তিনি চলে আসেন মাসসেরার তালিকায়।

তবে এই তালিকায় সবার চেয়ে কিছুটা এগিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ২০২৩ সাল স্বপ্নের মত কেটেছে তার। বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। 

সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছেন ৩-০ ব্যবধানে। যে সিরিজের প্রথম দুটি টেস্ট হয়েছিলো ডিসেম্বরে।

সেখানে প্রথম টেস্টে ৩ উইকেট নিয়েছিলেন কামিন্স। তবে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ১০ উইকেট তুলেন তিনি। যা তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দেয়। এই পারফরম্যান্স দিয়েই তিনি উঠে এলেন মাসসেরা হওয়ার দৌড়ে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft