মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
এমবাপ্পের হ্যাট্রিকে ফরাসি কাপে পিএসজির বড় জয়
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২:৫৩ অপরাহ্ন

কিলিয়ান এমবাপ্পের হ্যাট্রিকে ষষ্ঠ টায়ারের অপেশাদার ক্লাব রেভেলকে ফরাসি কাপে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে ১৪ বারের চ্যাম্পিয়ন পিএসজি।  সামাজিক যোগাযোগ মাধ্যমে রেভেলের তরুণ সমর্থকরা এমবাপ্পেকে তাদের দুই হাজার ধারণক্ষমতা সম্পন্ন ক্যাস্টার্সের ছোট্ট মাঠে খেলতে আসার জন্য অনুরোধ জানিয়েছিলেন। 

ফরাসি তারকা এমবাপ্পে তরুণদের অনুরোধ  রেখেছেন। ফরাসি লিগের শীর্ষ ক্লাবটির থেকে প্রায় পাঁচ ধাপ নীচুর সারিতে খেলা প্রাদেশিক একটি ক্লাবের বিপক্ষে পিএসজি কোচ লুইস এনরিকে শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছিলেন। ম্যাচ শেষে এনরিকে বলেছেন, ‘কিলিয়ান খেলতে চেয়েছে। আর সে যেখানে খেলতে চেয়েছে সেখানে আর কিছু বলার থাকে না।’

তুলসের  কাছের শহরে রাতটা বেশ উপভোগ করেছেন এমবাপ্পে। কাল হ্যাট্রিকের মাধ্যমে প্রতিযোগিতায় এ পর্যন্ত ৩০ গোল করে পিএসজির জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এনরিকে বলেছেন, ‘যখন সে খেলে তখন স্টাফ, সমর্থক ও প্রতিদ্বন্দ্বী সবাই জিতে যায়।’

রেভেল ডিফেন্ডার ম্যাক্সেন এন’গুয়েসন স্কোরশিটে ঠিকই নাম লিখিয়েছিলেন, কিন্তু তার গোলটি ছিল আত্মঘাতি। ১৬ মিনিটে এমবাপ্পের গোলের পর এন’গুয়েসনের গোলে ব্যবধান দ্বিগুন করে পিএসজি। গত দুই আসরে শিরোপা বঞ্চিত পিএসজি এবার আর একই ভুল করতে চায়না। মর্যাদাকর এই শিরোপা জয়ে তারা মুখিয়ে আছে। ম্যাচের আগেই এনরিকে বলেছিলেন, ‘এবারের মৌসুমে ফেঞ্চ কাপ জয় আমাদের পরিকল্পনায় আছে, আমরা এর গুরুত্ব জানি।’

২০২২ সালে নিসের কাছে ও গত মৌসুমে মার্সেইর কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয় পিএসজিকে। ৪৫ ও ৪৮ মিনিটে আরো দুই গোল করে এমবাপ্পে হ্যাট্রিক পূরণ করেন। ৭১ ও ৯০ মিনিটে কোলো মুয়ানি জোড়া গোল করেছেন। এছাড়া স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন মার্কো আসেনসিও, গনসালো রামোস ও চের এনডুর। 

দিনের আরেক ম্যাচে মার্সেই ১-০ গোলে থিওনভিলেকে পরাজিত করে রাউন্ড অব ৬৪ পার করেছেন। ৬২ মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে মার্সেইর জয় নিশ্চিত হয়।  মোনাকো পেনাল্টি শ্যুট আউটে লিগ ওয়ানের প্রতিদ্বন্দ্বী লেন্সকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft