বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘এরা কারা? এদের পরিচয় কী?’, ইসকন প্রসঙ্গে হাইকোর্ট    ৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার    সিরিজ শেষ না করেই পাকিস্তান ছাড়লেন লঙ্কান ক্রিকেটাররা    মারা গেছেন ডোরেমন-এর কিংবদন্তি ডাবিং আর্টিস্ট    স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল    তিন মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়ে দ্বিগুণ    মৃত্যুর পর সম্পদের কি হবে জানালেন ওয়ারেন্ট বাফেট   
বৃষ্টির কারণে পরিত্যাক্ত শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে ম্যাচ
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৯:৫০ অপরাহ্ন

তুমুল বৃষ্টির কারণে পুনরায় খেলা শুরু করতে না পারায় আম্পায়ারদের ঘোষণায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়েছে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। যদিও এ ম্যাচে এক লড়াকু সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শ্রীলঙ্কার মিডলঅর্ডার ব্যাটার চারিথ আশালঙ্কা। তবে তাকে জয়ের নায়ক হতে দিলো না বৃষ্টি। 

গতকাল শনিবার কলম্বোতে ভালো কোনো সঙ্গি পান নি আশালঙ্কা। ৬ ব্যাটারের সঙ্গে ছোট ছোট জুটি করে সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত সফল হলেন। দুর্দান্ত ব্যাট করে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকালেন তিনি। ৯৫ বলে ১০১ রান করে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন আশালঙ্ক।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। দলীয় রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান ওপেনার আভিশকা ফার্নান্দো। রিচার্ড গারাবার বলে ৫ বলে ০ করে ফেরত যান তিনি।

তবে এরপর ৪৬ বলে ৬৩ রানের জুটি করেন অধিনায়ক কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। ৪৮ বলে ৪৬ রান করে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন মেন্ডিস। ৩১ বলে ৪১ রান করে গারাবার দ্বিতীয় শিকার হন সামারাবিক্রমা। জানিথ লিয়ানেজ করেছেন ৩৫ বলে ২৪ রান।

আশালঙ্কার সঙ্গে কেবল ৫২ রানের জুটি করতে পারলের কেবল দুশমন্হ চামিরা। এছাড়া অন্যরা তেমন বড় কোনো স্কোর করতে পারলেন না। একের পর এক উইকেট বিলিয়ে সাজঘরে ফেরত গেছেন লঙ্কান ব্যাটাররা। অবশেষে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান করে শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ ওভার খেলতে পারে জিম্বাবুয়ে। এরমধ্যেই চমক দেখিয়েছেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। ২ ওভার বল করে দুটিই মেইডেন। নিজের দ্বিতীয় ওভার মেইডেন করে ২টি উইকেটও তুলে নিলেন এই বাঁহাতি পেসার। বৃষ্টি শুরুর আগ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১২ রান করে জিম্বাবুয়ে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft