মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
অমিতাভের সঙ্গে একান্তে দেখে রেখাকে থাপ্পর মারলেন জয়া
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে লাস্যময়ী অভিনেত্রী রেখার প্রেমের গুঞ্জন কারও অজানা নয়। শোনা যায়, গভীর সম্পর্ক ছিল তাদের মাঝে। কিন্তু শেষ পর্যন্ত অমিতাভ গাঁটছড়া বাঁধেন জয়া বচ্চনের সঙ্গে। রেখা আপন করে নেন একাকীত্বকে।

এ নিয়ে জয়া কখনও মুখ খোলেননি। তবে রেখাকে যে স্বামীর আশেপাশে সহ্য করতে পারতেন না তা স্পষ্ট হয় এক সিনেমার সেটে। এই ছবিতে অমিতাভের সঙ্গে একান্তে দেখে রেখার গালে সপাটে চড় কষেছিলেন জয়া। 

ঘটনাটি ১৯৮০ সালের। সেসময় রেখা-অমিতাভ জুটি মানেই ছবি হিট। একটি ছবিতে অভিনয় করছিলেন ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, জিনাত আমন ও রেখা। ছবির নাম ‘রাম বলরাম’। এই ছবিতে অভিনয়ের জন্য কৌশল অবলম্বন রেখা। তিনি তার চরিত্রের জন্য কোনো পারিশ্রমিক নেননি। যেন তাকে কেউ সরিয়ে না দিতে পারে। 

তবে ছবিতে যে রেখা আছেন তা জানতেন না জয়া। তিনি হঠাৎ একদিন স্থির করেন, ছবির সেটে এসে অমিতাভের সঙ্গে দেখা করবেন। সেটাই করতে এসেছিলেন। সেই সময় দেখেন, রেখার সঙ্গে একান্তে কথা বলতে ব্যস্ত রয়েছেন অমিতাভ। দেখে সহ্য করতে পারেননি জয়া। সকলের সামনে রেখার গালে একটা চড় মারেন তিনি।

এসব দেখে নাকি লজ্জায় পড়েছিলেন অমিতাভ বচ্চন। সেখান থেকে চলে গিয়েছিলেন। তিনি নাকি বুঝতে পারেননি সেই পরিস্থিতিতে তাঁর ঠিক কী করা উচিত।

তবে অমিতাভের প্রতি নিজের ভালোবাসার কথা কখনও গোপন করেননি রেখা। বরং বারবার বলেছেন তিনি ভালোবেসেছেন। কোনও স্বার্থ ছাড়া, কোনও কিছু পাওয়ার আশা ছাড়াই পাগলের মতো ভালোবেসেছেন। তবে বিয়ে বা কোনওকিছুর পাওয়ার আশায় এই সম্পর্কে জড়াননি তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft