বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

মৃত্যুর পর সম্পদের কি হবে জানালেন ওয়ারেন্ট বাফেট    অ্যাডভোকেট সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস    আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭    সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল    অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর : বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে     আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস   
নির্বাচন সবসময় শান্তিপূর্ণ হয় না: সিইসি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৩:৪১ অপরাহ্ন

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক ব্রিফিংয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন সবসময় শান্তিপূর্ণ হয় না। প্রার্থীদের সমর্থকরা আবেগের বশে অনেক সময় শান্তিপূর্ণ ভোটে বাধা সৃষ্টি করতে পারে। ভোটের দিন সকালে বেশিরভাগ কেন্দ্রে ব্যালট পেপার যাবে। আমরা সব প্রার্থীদের আহ্বান জানাচ্ছি, ভোট কর্মকর্তাদের সহায়তা করতে।’

এসময় তিনি কেন্দ্রে এজেন্ট দেওয়ার জন্য সকল প্রার্থীকে আহ্বান জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী। আমাদের নির্বাচন দেশি–বিদেশি পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবেন। আমি আশা করি আপনারা সবাই বিভিন্ন পোলিং স্টেশনে যাবেন এবং পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশের মানুষের চাওয়া ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেবে।’

সিইসি বলেন, ‘যারা এই নির্বাচন সিলেকশন বলছে, তারা নিজের বোধ থেকে বলছে। এটা রাজনৈতিক পরিমন্ডলে থাকবে। আগাম গ্রহণযোগ্যতার মানদন্ড থাকে না। নির্বাচনকে সর্বোচ্চ গ্রহণযোগ্য করার চেষ্টা করছে ইসি। এবারের নির্বাচন দেশে ও বিদেশে বিশ্বাসযোগ্য হবে।’

কোনো একটি পক্ষ নির্বাচন প্রতিহত করার চেষ্টা করছে উল্লেখ করে সিইসি বলেন, ‘এটা একটা সংকট দেখা দিতে পারে। তবে কমিশন চেষ্টা করছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার।’

আগামীকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আর আগে শনিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি ভোট যেন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে ভাষণ দেবেন।

সিইসির ভাষণটি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft