মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
চুরি যাওয়া ব্যাগি গ্রিন ফিরে পেলেন ওয়ার্নার
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ২:২০ অপরাহ্ন

নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে মাঠে নেমেছেন ওয়ার্নার। সিডনিতে পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচের তৃতীয় দিনের খেলা চলছে আজ। তবে সাদা পোশাকে শেষবারের মত মাঠে নামার আগে বিপাকে পড়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। মেলবোর্ন থেকে সিডনি আসার পথে খোয়া গিয়েছিল টেস্ট অভিষেকের সময় পাওয়া তাঁর ব্যাগি গ্রিন ক্যাপ। ইন্সটাগ্রামে এক পোস্টে সেগুলো ফিরিয়ে দেয়ারও আকুতি জানিয়েছিলেন তিনি।

অবশেষে নিজের প্রিয় ব্যাগি গ্রিন ক্যাপগুলো চার দিন পর ফিরে পেয়েছেন ওয়ার্নার। ইন্সটাগ্রামে এক ভিডিওতে এ কথা তিনি নিজেই জানিয়েছেন। ক্যাপগুলো হাতে রেখে ওয়ার্নার বলেন, ‘আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। যেটি দারুণ সংবাদ।’

এদিকে ব্যাগি গ্রিনগুলো ফিরে পেলেও তা কিভাবে সম্ভব হল এ বিষয়ে কিছু জানাননি ওয়ার্নার। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস (এয়ারলাইনস), পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্ট। সবাইকে ধন্যবাদ। যেকোনো ক্রিকেটারই জানে তাদের কাছে ক্যাপ কতটা বিশেষ কিছু। আমি এটি বাকি জীবনে মনে রাখব।’

এর আগে সিডনি টেস্ট শুরু আগে এক ভিডিওতে ওয়ার্নার জানিয়েছিলেন যে তাঁর ক্যাপগুলো খোয়া গেছে। সেগুলো ফেরত চেয়ে এক ভিডিওতে তিনি বলেছিলেন, ‘যদি এই ব্যাকপ্যাকই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাকপ্যাক খুশিমনে দিয়ে দেব।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft