প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ২:১৪ অপরাহ্ন
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশের বিভিন্ন প্রান্তে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো ছাড়াও প্রতিটি কেন্দ্রে একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটন ফ্লাওয়ার স্কুলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতিটি কেন্দ্রের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থার জন্য যারা সংশ্লিষ্ট আছেন তারা ব্যবস্থা নেবেন। আইজিপি আরও বলেন, আমরা সকল কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। এজন্য আমাদের সকল প্রকার যোগাযোগ ও সমন্বয় হয়েছে।
তিনি বলেন, স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার, ইলেকশন কমিশন, সকল আইনশৃঙ্খলা বাহিনী আমরা একযোগে একটা প্লাটফর্মে এসে কাজ করছি। আমাদের চমৎকার সমন্বয় হয়েছে। আমরা মনে করি, এই সমন্বয়ের মধ্যদিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।