শুক্রবার ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
 

পাঠ্যবই থেকে ‘শরীফার গল্প’ বাদ দেয়ার সুপারিশ    র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র    ৬ জুন বাজেট দেব, বাস্তবায়নও করব: প্রধানমন্ত্রী    আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস     রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ২    কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫     নির্বাচন কমিশনের প্রতি ভোটার ও প্রার্থীদের ধারণা পাল্টেছে: ইসি হাবিব   
ইমরান খান উপনির্বাচনে ৯ আসনে একাই লড়বেন
প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৪:৪৫ অপরাহ্ন

উপনির্বাচনে ৯ আসনে একাই লড়বেন ইমরান খান। পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই ইনসাফ) পক্ষ থেকে শুক্রবার (৫ আগস্ট) এমনটাই ঘোষণা করেছেন। 
উল্লেখ্য, এক প্রার্থী কত সংখ্যক আসনে লড়বেন, এ নিয়ে কোনও আইনি বিধিনিষেধ নেই পাকিস্তানে। খবর দ্যা ডনের।

তবে, নির্বাচনের পর শুধু মাত্র একটি আসনই দখলে রাখতে পারবেন কোনও নির্বাচিত জনপ্রতিনিধি। এ ক্ষেত্রে যদি একের বেশি আসনে জেতেন ইমরান, তা হলে বাকি আসনগুলিতে আবারও নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে বাকি আসনে নির্বাচন করতে হবে কমিশনকে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদে সভা করবেন তারা।

এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, অ্যাসেম্বলি ভেঙে নতুন করে নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়া হবে।

অনাস্থা ভোটে ইমরানের পরাজয়ের পর গত ১১ এপ্রিল কমপক্ষে ১২৩ জন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইস্তফা দেন।

গত ২৮ জুলাই তাদের মধ্যে ১১ জনের ইস্তফা গ্রহণ করেন স্পিকার। ওই ১১ আসনের মধ্যে দু’টি আসনে দুই জনপ্রতিনিধি ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন।

তাই পাকিস্তানের নির্বাচন কমিশন বাকি ৯ আসনে নির্বাচন ঘোষণা করেছে। আগামী ২৫ সেপ্টেম্বর ওই ৯ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft