বুধবার ২২ জানুয়ারি ২০২৫ ৮ মাঘ ১৪৩১
 

ঢাবি এলাকার গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে    ১০ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার    যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নিচ্ছে ভারত    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ    শেখ হাসিনার ‘রাতের ভোট’ নিয়ে অনুসন্ধানে দুদক    বিদ্যুতের দাম পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি    সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না   
চিটাগংকে হারিয়ে টিকে রইল ঢাকা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

চিটাগং কিংসকে ৮ উইকেট হারিয়ে প্রাণ ফিরে পেয়েছে ঢাকা ক্যাপিটালস। ১০ ম্যাচে তৃতীয় জয়ে প্লে-অফের আশা বেঁচে রইলো শাকিব খানের মালিকানাধীন দলটির। লিগ পর্বের শেষভাগে জ্বলে উঠেছে ঢাকা ক্যাপিটালস। দুদিন আগে এক রোমাঞ্চকর লড়াইয়ে সিলেট স্ট্রাইকার্সকে হারানোর পর এবার চিটাগং কিংসকে ধসিয়ে দিয়েছে তারা।

আজ বুধবার (২২ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৮ রান তুলতে পারে চিটাগাং। ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ঢাকা ক্যাপিটালসকে। ওপেনার তানজিদ হাসান তামিমের হার না মানা হাফ-সেঞ্চুরিতে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। হার দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করল চিটাগং কিংস।

এই জয়ে শীর্ষ চারে উঠলো ঢাকার ফ্র্যাঞ্চাইজি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৬। আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া চিটাগাং নেমে গেল তিনে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে গেছে ফরচুন বরিশাল। আর ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে রংপুর রাইডার্স।

ঢাকা ক্যাপিটালসের জয়ে বড় অবদান রেখেছেন তানজিদ। ৫৪ বলে ৯০ রানের অপরাজিত ইনিংসে ৩ চারের সঙ্গে ৭টি ছক্কা মারেন তিনি। এবারের আসরে তার মোট ছক্কা হলো ২৯টি। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এক আসরে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। অন্য ওপেনার লিটন দাস খেলেছেন ধীর গতিতে। ২৮ বলে ৩ চারে ২৫ রান করে ফিরেছেন তিনি। ৯ বলে ১ ছক্কায় ১৪ রানে অপরাজিত ছিলেন সাব্বির রহমান।

চিটাগংয়ের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম এবং হোসেন তালাত।

চিটাগংয়ের হয়ে এদিন সর্বোচ্চ ৪৪ রান এসেছে ওপেনার নাঈম ইসলামের ব্যাটে। ২৩ রান করেছেন আরেক ওপেনার জুবায়েদ আকবরী। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তিনে নামা গ্রাহাম ক্লার্ক (১৯), হোসেন তালাত (২) ও শামিম হোসেন (১৫)। শেষদিকে দলের রান দেড়শর কাছাকাছি পৌঁছে দিতে ৮ বলে ১২ রানের ইনিংস খেলেন অধিনায়ক মিঠুন।

ঢাকার বোলারদের মধ্যে দাপুটে বোলিং করেন মোস্তাফিজুর রহমান। উইকেট না পেলেও চার ওভারে খরচ করেন মোটে ১৮ রান। দিনের অন্যতম সফল বলা যায় মোসাদ্দেক হোসেনকে। বিপিএলের মাঝপথে দলে পাওয়া মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রানে নেন ২ উইকেট। দুটি উইকেট ঝুলিতে পুরেছেন নাজমুল ইসলামও।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft