প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১০:২২ অপরাহ্ন
গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ নয়ন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি নূর মোহাম্মদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিন এর ছেলে।
নূর মোহাম্মদ নয়নের সাথে পার্শ্ববর্তী চাচিয়া মীরগঞ্জ গ্রামের গোলেনুর বেগমের মেয়ে মৌমিতা আক্তার লতার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই মৌমিতা আক্তার লতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নূর মোহাম্মদ নয়ন। এরই ধারবাহিকতায় ২০১৯ সালের ২৩ শে সেপ্টেম্বর রাতে মৌমিতা আক্তার লতাকে মারধর করে। এক পর্যায়ে গলাটিপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে।
পরে মৌমিতা আক্তার লতার মা গোলেনুর বেগম নূর মোহাম্মদ নয়নকে আসামি করে মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে নূর মোহাম্মদ নয়ন অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতে এ রায় দেন বিচারক।