বুধবার ২২ জানুয়ারি ২০২৫ ৮ মাঘ ১৪৩১
 

এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে পলক     ঢাবি এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার    বোমা হামলার হুমকি পাওয়া বিমানটিতে তল্লাশি    জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম    সাবেক মেয়র আতিক তিন দিনের রিমান্ডে    ফেব্রুয়ারিতেই চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপের চিন্তা ট্রাম্পের    শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি   
মুকসুদপুরে পুড়িয়ে দেয়া হলো ভেজাল সার ও কীটনাশক
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন

জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর বাজারের দুটি দোকান থেকে প্রায় দুই লাখ টাকার ভেজাল সার ও কীটনাশক উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে সরকারি কর্মকর্তারা। 

কৃষি কর্মকর্তারা জানান গতকল শনিবার গোপনে খবর পাওয়ার পর অভিযান চালিয়ে আদমপুর বাজারের মো: আওলাদ হোসেনের নাসিমা এন্টারপ্রাইজ ও রফিকুল ইসলামের কাজী এন্টারপ্রাইজ থেকে মোট দুই লাখ টাকা মূল্যের ভেজাল সার ও কীটনাশক উদ্ধার করা হয়। 

এসব ভেজাল সার ও কীটনাশকের মধ্যে রয়েছে গ্রোজিন,থিয়োভিট, অ্যান্টাকল, ফুরাডান ইত্যাদি। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নাসিমা এন্টারপ্রাইজকে ১০ হাজার ও কাজী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।  

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো: গোলাম মোস্তফা। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন- মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন সেক, অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মিজানুর রহমান, এসএপিপিও রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft