প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর বাজারের দুটি দোকান থেকে প্রায় দুই লাখ টাকার ভেজাল সার ও কীটনাশক উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে সরকারি কর্মকর্তারা।
কৃষি কর্মকর্তারা জানান গতকল শনিবার গোপনে খবর পাওয়ার পর অভিযান চালিয়ে আদমপুর বাজারের মো: আওলাদ হোসেনের নাসিমা এন্টারপ্রাইজ ও রফিকুল ইসলামের কাজী এন্টারপ্রাইজ থেকে মোট দুই লাখ টাকা মূল্যের ভেজাল সার ও কীটনাশক উদ্ধার করা হয়।
এসব ভেজাল সার ও কীটনাশকের মধ্যে রয়েছে গ্রোজিন,থিয়োভিট, অ্যান্টাকল, ফুরাডান ইত্যাদি। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নাসিমা এন্টারপ্রাইজকে ১০ হাজার ও কাজী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো: গোলাম মোস্তফা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন সেক, অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মিজানুর রহমান, এসএপিপিও রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।