বুধবার ২২ জানুয়ারি ২০২৫ ৮ মাঘ ১৪৩১
 

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর    দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা    মারাঠি রানী রূপে ধরা দিলেন রাশমিকা    মালয়েশিয়া যেতে না পেরে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও    গাজার ধ্বংসস্তূপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার    এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে পলক     ঢাবি এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার   
মেঘনায় ঝাঁপ দিয়ে মা-ছেলের আত্নহত্যা চেষ্টা, দেড় বছরের শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

ভোলার চরফ্যাশনে দেড় বছর বয়সী শিশু সন্তান নিয়ে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ে মা-ছেলের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশু ইসমাইলের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন।

নিহত শিশু ইসমাইল উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।

আত্মহত্যার চেষ্টা করা সুখীর মা তাছনুর জানান, চার বছর আগে আবদুর রহিমের সঙ্গে পারিবারিকভাবে তার মেয়ে বিয়ে দেন। প্রথম সন্তান জন্মের পরপরই জামাই রহিম ও তার পরিবারের সদস্যরা মেয়েকে মানসিক নির্যাতন শুরু করেন। আজ দুপুরে মেয়ে-জামাই আমাকে ফোনে জানতে চান, মাইমুনা আমার বাড়িতে আসছে কি না? পরে খবর পান, মেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়েছে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিশু ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

সুখীর স্বামী রহিম বলেন, ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে। কিন্তু এ কারণে সে এমন কাজ করবে, তা ভাবতে পারিনি।’

চরফ্যাশন থানার উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, ‘নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft