মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ ২২ পৌষ ১৪৩১
 

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’    অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ    দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ    বাংলাদেশ প্রসঙ্গে সুর পাল্টালেন মমতা    মিরপুরে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট    ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক    বেশ কয়েকজন বিচারপতির অনিয়ম পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ হাইকোর্টের   
স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে অলআউট ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

বর্ডার-গাভাস্কার সিরিজের ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। শেষ টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ নিশ্চিত অজিরা। সেই লক্ষ্যে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মাঠে নেমেছে স্টার্ক-কামিন্সরা। দুর্দান্ত বোলিংয়ে ভারতকে প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট করে প্রথম দিন রাঙিয়েছে স্বাগিতকরা।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) ভারত ১৮৫ রানে অলআউট হলে দিনের শেষ দিকে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এদিন মাত্র ৩ ওভার ব্যাট করতে পারে তারা। তবে দিনের শেষ বলে আউট হন ওসমান খাজা (২)। ১ উইকেট হারিয়ে ৯ রান করেছে অস্ট্রেলিয়া। ৭ রান করে অপরাজিত আছেন স্যাম কনস্টাস।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লোকেশ রাহুল। ১০ রান করে তাকে সঙ্গ দেন জয়সাওয়ালও। এরপর শুভমান গিল (২০) এবং বিরাট কোহলি ১৭ রান করে আউট হলে দলীয় ৭২ রানেই ৪ উইকেট হারায় ভারত।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন ঋষভ পান্ত। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৪০ রান করে এই উইকেট রক্ষক ব্যাটার আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। নীতিশ কুমার (০), রবিন্দ্র জাদেজা (২৬), ওয়াসিংটন সুন্দর (১৪), কৃষ্ণা (৩) এবং শেষ দিকে বুমরাহ ২২ রান করে আউট হলে ১৮৫ রানে অলআউট হয় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন স্কট বোল্যান্ড। মিচেল স্টার্ক নেন ৩ উইকেট। এ ছাড়াও প্যাট কামিন্স দুটি এবং নাথান লায়ন নেন একটি উইকেট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft