প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
বর্ডার-গাভাস্কার সিরিজের ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। শেষ টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ নিশ্চিত অজিরা। সেই লক্ষ্যে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মাঠে নেমেছে স্টার্ক-কামিন্সরা। দুর্দান্ত বোলিংয়ে ভারতকে প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট করে প্রথম দিন রাঙিয়েছে স্বাগিতকরা।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) ভারত ১৮৫ রানে অলআউট হলে দিনের শেষ দিকে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এদিন মাত্র ৩ ওভার ব্যাট করতে পারে তারা। তবে দিনের শেষ বলে আউট হন ওসমান খাজা (২)। ১ উইকেট হারিয়ে ৯ রান করেছে অস্ট্রেলিয়া। ৭ রান করে অপরাজিত আছেন স্যাম কনস্টাস।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লোকেশ রাহুল। ১০ রান করে তাকে সঙ্গ দেন জয়সাওয়ালও। এরপর শুভমান গিল (২০) এবং বিরাট কোহলি ১৭ রান করে আউট হলে দলীয় ৭২ রানেই ৪ উইকেট হারায় ভারত।
এরপর দলের হাল ধরার চেষ্টা করেন ঋষভ পান্ত। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৪০ রান করে এই উইকেট রক্ষক ব্যাটার আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। নীতিশ কুমার (০), রবিন্দ্র জাদেজা (২৬), ওয়াসিংটন সুন্দর (১৪), কৃষ্ণা (৩) এবং শেষ দিকে বুমরাহ ২২ রান করে আউট হলে ১৮৫ রানে অলআউট হয় ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন স্কট বোল্যান্ড। মিচেল স্টার্ক নেন ৩ উইকেট। এ ছাড়াও প্যাট কামিন্স দুটি এবং নাথান লায়ন নেন একটি উইকেট।