মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ ২২ পৌষ ১৪৩১
 

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’    অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ    দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ    বাংলাদেশ প্রসঙ্গে সুর পাল্টালেন মমতা    মিরপুরে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট    ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক    বেশ কয়েকজন বিচারপতির অনিয়ম পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ হাইকোর্টের   
দাপুটে জয়ে টেবিলের শীর্ষেই থাকলো লিভারপুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

লিভারপুলের জয়রথ ছুটছেই। শুধু জয় নয়, প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করছে অলরেডরা। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্নে স্লটের দল। সর্বশেষ তিন ম্যাচেই ১৪ গোল (৬, ৩, ৫) করেছে লিভারপুল।

দাপুটে জয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে লিভারপুল। ১৮ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৪৫। দুইয়ে থাকা নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ১৯ ম্যাচে ৩৭। লিভারপুলের সমান ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল।

গতকাল রোববার ওয়েস্টহ্যামের ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে আরও এটি শো দেখিয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। এক গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। এ নিয়ে চলতি মৌসুমে মোট ২০ গোল করলেন মিশরীয় তারকা। প্রিমিয়ার লিগে অ্যাসিস্ট করেছেন ৮টি। ডাগআউটে স্লটের প্রথম মৌসুমে সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে ২০তম লিগ শিরোপার দিকে ছুটছে লিভারপুল।

ম্যাচ শেষে সালাহ ‘স্কাই স্পোর্টসকে সালাহ বলেন, ‘আমার মনে একটাই কথা, আমি চাই লিভারপুল লিগ জিতুক এবং আমি এর অংশ হতে চাই। ট্রফি জেতার জন্য আমার সেরাটা দেবো। আরও কয়েকটি দল আমাদের সঙ্গে (লড়াইয়ে) আছে এবং আমাদের মনোযোগী এবং নম্র থাকতে হবে এবং পারফর্ম করে যেতে হবে। আমি আরও কিছুর জন্য (জয়) ক্ষুধার্ত।’

চলতি মৌসুম শেষ হলেই সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে। মৌসুমের প্রায় অর্ধেকটা সময় চলে গেলেও এখন পর্যন্ত সালাহর সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা করেনি লিভারপুল। যে কারণে আগামী মৌসুমে সালাহ লিভারপুলে থাকবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল।

চুক্তি বাড়ানোর ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়েছে কিনা জানতে চাইলে সালাহ বলেন, ‘না, আমরা এটি থেকে অনেক দূরে এবং আমি মিডিয়াতে এ নিয়ে কিছু বলতে চাই না।’

ওয়েস্টহ্যামের বিপক্ষে প্রথম গোল করতে লিভারপুলের সময় লেগেছিল ৩০ মিনিট। এরপর আর অলরেডদের প্রতিরোধ করতে পারেনি ওয়েস্টহ্যাম। একের পর এক স্বাগতিকদের জালে বল জমা করেই চলছিল স্লটের দল।

লিভারপুলের হয়ে প্রথম গোল করেন লুইস দিয়াজ। বাকি গোলগুলো করেন- কোডি গাকপো (৪০ মিনিটে), মোহাম্মদ সালাহ (৪৪ মিনিটে), ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড (৫৪ মিনিটে) ও দিয়াগো জোতা (৮৪ মিনিটে)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft