রোববার ৫ জানুয়ারি ২০২৫ ২০ পৌষ ১৪৩১
 

এ বছরই লিভারপুল ছাড়বেন সালাহ    বরিশালের জামাই হচ্ছেন তাহসান    ‘শেখ হা‌সিনা‌কে ফেরতের বিষয়ে এখনও প্রতি‌ক্রিয়া জানায়‌নি ভারত’    ছাত্রদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল    ভারত থেকে রোববার দেশে ফিরছেন ৯০ জেলে    আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: প্রধান উপদেষ্টা    পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় শাস্তি হবে ট্রাম্পের!   
রাণীনগরে আগুনে ব্যবসায়ীর প্রায় ২০লাখ টাকার মালামাল ভস্মিভূত
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে নুরল ইসলাম (৫৮) নামে এক ব্যবসায়ীর প্রায় ২০লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। গতকাল রবিবার রাতে উপজেলার রাতোয়াল বাজারে মেসার্স সরদার ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। 
এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ব্যবসায়ী নুরল ইসলাম রাতোয়াল বাজারের আয়চান সরদারের ছেলে।

নুরল ইসলাম জানান, রবিবার সারাদিন তার নিজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে দোকান ও গুদাম ঘরে তালা দিয়ে বাসায় যান। এর পর রাত অনুমান পৌনে ১০টা নাগাদ হঠাৎ করেই বাজারের লোকজন দোকানে আগুন দেখে হৈ চৈ শুরু করে। এসময় দৌড়ে বাসার বাহিরে এসে দেখতে পান তার প্রতিষ্ঠানে দাউ দাউ করে আগুন জ্বলছে। 

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হয়ে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দোকানের কিটনাশক মালামাল, গুদামের রাসায়নিক সার, ধানসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করেন তিনি। কেউ আগুন ধরিয়ে দিয়েছে কি-না বা কিভাবে আগুন ধরেছে তা বলতে পারেননি নুরল ইসলাম। এক্ষেত্রে সাধারণ ডায়েরীতেও আগুন ধরার কারণ অজ্ঞাত উল্লেখ করেছেন এই ব্যবসায়ী। 

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কিভাবে আগুন ধরেছে তার সঠিক কারন জানা না গেলেও বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করছেন তিনি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ব্যবসায়ী নুরল ইসলাম। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft