প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের দুর্গাপাশা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউনুছ আলী খানের অনিয়ম দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
২৮ ডিসেম্বর সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ স্থানীয়রা প্রধান শিক্ষক অপসারণ চেয়ে এই মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ শত শত লোক অংশগ্রহণ করে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল দেয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম বাশার সিকদার, জাহাঙ্গীর তালুকদার, মো: মিরাজ আকন, রাসেল হাওলাদার, শিক্ষার্থী আফরিন, ইউপি সদস্য ইউনুছ আলী খান।
এ সময় বক্তারা, জিরাইল গ্রামের কাঞ্চন আলী খানের পুত্র বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর কাইয়ুম খানকে বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য করার তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বক্তারা প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানায়।